বিআরটিসির সূত্র জানিয়েছে, প্রথম ১০ দিন ভর্তুকি দিয়ে বাস চালাবে বিআরটিসি। এই সময়টা হচ্ছে—১৭ থেকে ২২ মার্চ এবং ২৮ থেকে ৩১ মার্চ। এ সময় বাসের ভাড়া হবে ২০০ টাকা। আসা-যাওয়া ৪০০ টাকা। স্বাভাবিক সময়ের জন্য পরে যাত্রী চাহিদা বিবেচনা করে ভাড়া নির্ধারণ করা হবে।
বিআরটিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিকভাবে টুঙ্গিপাড়া ও মুজিবনগর মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ বাস চালু হওয়ায় মানুষ দুটি স্থান পরিদর্শনে উৎসাহিত হবে।