মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শ্রমিক হলেন দেলোয়ার হোসেন (২৬) ও সিরাজুল ইসলাম (৫৫)। দেলোয়ার হোসেন কাকডাঙ্গা গ্রামের মো. নাছিরউদ্দিনের ছেলে। সিরাজুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
মো. নাছিরউদ্দিন জানান, তাঁর ছেলে দেলোয়ার ও একই গ্রামের সিরাজুল ইসলাম সকাল নয়টা থেকে বৃষ্টির মধ্যে তাঁর (নাছিরউদ্দিন) মুরগির খামারের ছাউনি ঠিক করছিলেন। বেলা ১১টার দিকে ওই খামারের বিদ্যুতের তার সিরাজুলের শরীরে জড়িয়ে যায়। এ সময় দেলোয়ার তা ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আফরোজা খাতুন দুজনকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।