মেডিকেল শিক্ষার ওপর লেখা দুই বইয়ের মোড়ক উন্মোচন
মেডিকেল শিক্ষার ওপর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে রাজধানীর বনানীতে এসকেএফের প্রধান কার্যালয়ে এক সায়েন্টিফিক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে অনলাইনভিত্তিক মেডিকেল প্ল্যাটফর্ম বিডি ফিজিশিয়ান এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস।
বই দুটি লিখেছেন বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক সৈয়দ আতিকুল হক এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান। এর একটি হলো এসএলই ইন প্রেগন্যান্সি, অন্যটি লিপিড ইন হেলথ, ডায়েট এবং ডিজিজেস। মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও ওয়েবিনারে ভিন্ন দুটি মেডিকেল টপিকের ওপর বক্তব্য দেন ওজিএসবির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক কোহিনূর বেগম এবং অধ্যাপক এইচ এ এম নাজমুল আহসান। বিজ্ঞপ্তি