নওগাঁর রানীনগরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উপলক্ষে উপজেলার কুজাইল বাজারে ঐতিহ্যবাহী মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। প্রতিবছর দুর্গাপূজার পাঁচ দিন পর ছোট যমুনা নদীর তীরে তিন দিনের এই মেলা বসে। মেলাকে ঘিরে রানীনগর ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় জেলা সদরসহ পাশের বগুড়া, নাটোর, জয়পুরহাট, রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর লোক বেড়াতে আসেন।