default-image

ময়মনসিংহে কোভিড–১৯–এ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই তরুণীর (২০) বাড়ি ত্রিশাল উপজেলার বৈলর গ্রামে। এ নিয়ে ময়মনসিংহ জেলায় কোভিড–১৯–এ ১৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসারে মৃত ব্যক্তির দাফন সম্পন্নের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহের সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, ১৪ জুন এই তরুণীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর তাঁকে ময়মনসিংহ শহরের এস কে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছিল। এখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসারে তাঁর দাফনের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0