বিভিন্ন অভিযোগে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অবস্থিত নিউ নিরাপদ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।
আদালতের অভিযোগ, চরপাড়া এলাকায় অবস্থিত নিউ নিরাপদ হাস-পাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অস্ত্রোপচারের কক্ষে এক-দেড় বছর আগের মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও নামহীন ইনজেকশন পাওয়া যায়। এ ছাড়া অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটিতে কোনো চিকিৎসক বা সেবিকাকে পাননি।