ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় ৪২৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ৩০ দশমিক ২২। আজ শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় মোট ৬৬৯ জনের নমুনা পরীক্ষায় আরও ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া শেরপুর জেলায় ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জন, জামালপুর জেলায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জন এবং নেত্রকোনা জেলায় ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১১৭ জন ও বাড়িতে ২ হাজার ৫৭ জন চিকিৎসাধীন।