ময়মনসিংহ বিভাগে নতুন ৭৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। শুক্রবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার ফলাফলের বরাতে এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।
করোনায় সংক্রমিত শুক্রবার নতুন ৭৮ জনের মধ্যে ময়মনসিংহের ৪০ জন, জামালপুরের ১৯ জন, নেত্রকোনার ১৭ জন ও শেরপুরের ২ জন। এ নিয়ে এখন মোট সংখ্যা দাঁড়িয়েছে ময়মনসিংহে ২ হাজার ৩৮৮, জামালপুরে ৭৯৮, নেত্রকোনায় ৫৮৬ ও শেরপুরে ২৮৮। বিভাগে মোট সংখ্যা এখন ৪ হাজার ৬০ জন। বিভাগের মোট সংখ্যার ৫৮ শতাংশই ময়মনসিংহ জেলার।
বিভাগে প্রথম সংক্রমণ হয়েছিল ৬ এপ্রিল। এরপর সংখ্যাটি ৫০০ স্পর্শ করে ৩৫ দিনে। ৫০০ থেকে ১ হাজার হতে সময় লাগে ১৬ দিন। ৩১ মে ১ হাজার স্পর্শ করার পর ২ হাজার ছাড়ায় ১৬ দিন পরে, অর্থাৎ ১৬ জুন। সংখ্যাটা ৩ হাজার ছাড়াতে ১২ দিন সময় লেগেছিল। ২৮ জুন ৩ হাজার ছাড়ানোর পর ১৭ জুলাই (১৯ দিনে) সংখ্যাটা ৪ হাজার অতিক্রম করে। অর্থাৎ, ৯৮ দিনে বিভাগে সংক্রমণের সংখ্যাটা চার হাজার ছাড়িয়েছে।
অন্যদিকে ময়মনসিংহ বিভাগে সুস্থতার সংখ্যাও বেড়ে চলেছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭২ জন। বিভাগে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ শতাংশ। সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ১ হাজার ৭৯১ জন। এ ছাড়া জামালপুরে ৫৬৫ জন, নেত্রকোনায় ৩৭৩ জন ও শেরপুরে ২৪৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে ১ হাজার ২৮ জন আইসোলেশনে রয়েছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ময়মনসিংহে ২৫ জন, জামালপুরে ১১ জন, নেত্রকোনায় ৫ জন ও শেরপুরে ৪ জন।
ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক আবুল কাশেম বলেন, করোনা প্রতিরোধ করতে হলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমিত ব্যক্তিদের সুস্থ করে তোলার জন্য হোম আইসোলেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ঈদ সামনে রেখে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।