‘রক্তে আঁকা ভোর’–এর মোড়ক খুললেন আবদুল্লাহ আবু সায়ীদ
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত আনিসুল হকের উপন্যাস রক্তে আঁকা ভোর–এর মোড়ক উন্মোচন করলেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল বুধবার বিকেলে নিজ বাসভবনের ছাদে তিনি ফেসবুক লাইভের মধ্য দিয়ে এই মোড়ক উন্মোচন পর্ব সম্পন্ন করেন।
এ সময় আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমরা সাধারণত রাশিয়ান লেখকদের বড় উপন্যাস লিখতে দেখেছি। এবার বাংলাদেশের একজন লেখক ছয় খণ্ড ধরে একটি বিশালাকায় উপন্যাস লিখলেন। তা–ও আমাদের শ্রেষ্ঠ সময়কালকে নিয়ে। এ আয়োজন মহাকাব্যিক।’
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘হেরিয়েট বিচার স্টো যখন আঙ্কেল টমস কেবিন লেখেন, তখন আব্রাহাম লিংকন তাঁকে বলেছিলেন, তুমি তো যুদ্ধ বাধিয়ে দিয়েছ। আমি আনিসুল হককে বলি, তুমিও তো যুদ্ধ বাধিয়ে দিয়েছ।’
এ সময় আনিসুল হক এই আয়োজনে উপস্থিত ছিলেন।