রাজধানীর কসাইবাড়ি রেলগেট এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সিদ্দিকুরের স্বজন মোদাসসির মনির প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে মোটরসাইকেলে করে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন সিদ্দিকুর রহমান। ঘণ্টাখানেক পর তাঁর নম্বর থেকে একজন সিএনজিচালিত অটোরিকশাচালক তাঁর স্ত্রী মাহমুদা বেগমকে ফোন করেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় সিদ্দিকুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। সেখানে পৌঁছানোর পর সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু তাঁকে আর বাঁচানো যায়নি।

সিদ্দিকুরের স্বজনেরা বলছেন, দুর্ঘটনার পরও বেঁচে ছিলেন সিদ্দিকুর রহমান। লক করা ফোন খুলে স্ত্রীর নম্বর বলেছিলেন। তাঁরা আরও বলেন, সিদ্দিকুর খুব সাবধানে মোটরসাইকেল চালাতেন। কীভাবে কী হলো, বুঝতে পারছেন না তাঁরা। তাঁর মোটরসাইকেলের কোনো খোঁজও পাওয়া যায়নি।

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ঘটেছে এ ঘটনা। এই থানার উপপরিদর্শক মো. কামাল হোসেন বলেছেন, এখনও দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনকে শনাক্ত করা যায় নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।