জাতীয় প্রেসক্লাবের সামনে আজ সম্মিলিত জাতীয় জোটের মানববন্ধন
ছবি: প্রথম আলো

দেশে রাজনৈতিক দলের নিবন্ধন শিথিল করাসহ তিন দফা দাবি জানিয়েছে সম্মিলিত জাতীয় জোট। জোটের নেতারা বলেছেন, দেশে ভারতের আদলে শুধু রাজনৈতিক দলের প্রধান কার্যালয়, পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও গঠনতন্ত্র থাকলেই রাজনৈতিক দলের নিবন্ধন দিতে হবে।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার সকালে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) এ মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ৩ মাস আগে নয়, কমপক্ষে ১৮ মাস আগে বিজ্ঞপ্তি দিতে হবে ও নির্বাচনের এক বছর আগে নতুন নিবন্ধন শেষ করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ ৯০বি ধারা যুক্ত করেছিল সাবেক সেনাসমর্থিত সরকার। পরে আওয়ামী সরকার এ আইনকে আরও কঠোর করে। ১০টি জেলা কমিটি ও অফিসের পরিবর্তে ২১ জেলা কমিটি ও অফিস, ৫০টি উপজেলা বা মেট্রোপলিটন থানা কমিটি ও অফিসের পরিবর্তে ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানা কমিটি ও অফিস এবং প্রতিটি উপজেলা বা মেট্রোপলিটন থানা কমিটিতে কমপক্ষে ২০০ ভোটার সদস্য, অর্থাৎ সারা দেশে কমপক্ষে ২০ হাজার ভোটার সদস্য রাখার বিষয়ে বাধ্যবাধকতা সৃষ্টি করা হয়।

এসব অফিস পরিচালনা করতে মাসিক ব্যয় দাঁড়ায় কমপক্ষে ২৫ লাখ টাকা।
সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, নতুন দলগুলোর পক্ষে এসব শর্ত পূরণ করে নিবন্ধন নেওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে সরকার ও নির্বাচন কমিশন ওই আইনকে আরও কঠোর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে জোটের শীর্ষ নেতা মো. জাহাঙ্গীর হোসেন, শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।