default-image

রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১। আজ বুধবার জেলা সিভিল সার্জন মহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার রাজশাহীর দুই ল্যাবে নমুনা পরীক্ষায় এই জেলার ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত লোকজনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার রয়েছেন ৫৮ জন। এ নিয়ে রাজশাহী জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬১। আর রাজশাহী সিটি করপোরেশনে এই রোগীর সংখ্যা ১ হাজার ৪৫৮। নতুন আক্রান্ত লোকজনেদের মধ্যে পুলিশ, র‌্যাব ও চিকিৎসক রয়েছেন। তিনি আরও জানান, রাজশাহী জেলায় আজ বুধবার পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। মারা যাওয়া ব্যক্তিদের ৮ জনই রাজশাহী সিটি করপোরেশন এলাকার।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0