রেলক্রসিংয়ে বিয়ের গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত ৯
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় বিয়ের গাড়ির ৯ জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫জন । সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রশী ইউনিয়নের সলপ হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সলপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন বলেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাস উল্লাপাড়ার সলপ হাটখোলা এলাকায় ঢাকা–ঈশ্বরদী রেলপথে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, এটা বিয়ের গাড়ি ছিল। এতে ৯ জন নিহত হন, আহত হন আরও ৩ জন । তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি ।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দুর্ঘটনার পর থেকে ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ রয়েছে ।