লক্ষ্মীপুরে শিশুর মৃত্যু, পরিবারের দাবি ডেঙ্গু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আশিকুর রহমান পরশ নামের চার বছরের এক শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আশিকুর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার কামরুজ্জামান পাটোয়ারির ছেলে।
শিশুটির চাচা মনিরুজ্জামান পাটোয়ারি বলেন, ১০ আগস্ট জ্বরে আক্রান্ত হয় আশিকুর। লক্ষ্মীপুরের একটি রোগ নির্ণয় কেন্দ্রে পরীক্ষা করানো হলে তার ডেঙ্গু হয়েছে বলে শনাক্ত হয়। ওই অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে আনা হয়। গতকাল অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।