এই মারলাম। টসে জিতে যাবো কনফার্ম।
হ্যা। আর ম্যাচটা জিতবো আমরা।
কিরে, বল ঘুরলো নাকি আমিই ঘুরলাম...বুঝছি। মাথাটাই ঘুরতেসে।
ভাই, একটু পেছনে দেখেন। বেল নাই। বোল্ড হইসেন।
ধুর, এর চেয়ে ফুটবল খেলি। কাজে লাগবে।
জন্মদিনের দিনে এইটা একটা কাজ করলা তোমরা?
আপনার জন্মদিন দেখেই তো তাড়াতাড়ি খেলাটা শেষ করলাম। চলেন, কেক কাটি।
বিজ্ঞাপন
মন্তব্য করুন