লতার মৃত্যুতে মোদির কাছে শোকপত্র পাঠালেন প্রধানমন্ত্রী
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ভারতরত্ন লতা মঙ্গেশকরের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোকপত্র পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার নরেন্দ্র মোদির কাছে পাঠানো এ শোকপত্রে ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শোকের এই মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে শোক প্রকাশ করছে বাংলাদেশের জনগণ।
শেখ হাসিনা বলেন, প্রয়াত লতা মঙ্গেশকর একজন সাংস্কৃতিক আইকন, একজন কিংবদন্তি ও সর্বকালের অন্যতম মেধাবী শিল্পী ছিলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘লতা মঙ্গেশকর তাঁর অসাধারণ সুরেলা কণ্ঠে বাংলাসহ বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন। আমাদের অঞ্চল ও এর বাইরেও লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছেন।’
শেখ হাসিনা বলেন, লতা মঙ্গেশকরের বাংলা গান এখন বাংলা সংস্কৃতির ভান্ডারের অবিচ্ছেদ্য অংশ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে লতা মঙ্গেশকরের ভূমিকার জন্য তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, লতাজি তাঁর ভারতীয় সহশিল্পীদের সঙ্গে ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের বিষয়ে প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন।
লতা মঙ্গেশকরের আত্মার চিরশান্তির জন্য প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সারা বিশ্বে এই শিল্পীর লাখ লাখ ভক্তের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি লাভের জন্য প্রার্থনা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর শোক
লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল রাতে এক শোকবার্তায় তিনি লতা মঙ্গেশকরের আত্মার চিরশান্তি কামনা করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর বাড়িতে সাক্ষাৎ, তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ, তাঁর সংগীত পরিবেশনার স্মৃতিচারণা করেন আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, লতা মঙ্গেশকর উপমহাদেশের এত বড় অতুলনীয় শিল্পী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। বিশেষ করে তাঁর আয়ের অধিকাংশই দাতব্য প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করতেন। কিন্তু তিনি কখনো এসব প্রচার করতেন না। অনেক বড় শিল্পী হয়েও অত্যন্ত নিরহংকারী লতা মঙ্গেশকর সাধারণ মানুষের জন্য যে অবদান রেখে গেছেন, তা অন্যদের জন্য অনুসরণীয়।
আব্দুল মোমেন বলেন, লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গনে যে বিশাল শূন্যতার সৃষ্টি হলো, তা কখনো পূরণ হওয়ার নয়। তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে মানুষের মনে চিরদিন বেঁচে থাকবেন।
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে গতকাল মারা যান। তিনি ভারতের মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।