ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরায় সড়কের পাশে ডোবা থেকে গতকাল মঙ্গলবার ভোরে জাহিদুল ইসলাম (১৯) নামে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খালিদ হোসেন, হাসান শেখ ও বিপুল ফকির নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে জাহিদুল ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
গোপালগঞ্জ প্রতিনিধি