default-image

আজ বুধবার থেকে পাঁচ দিন বন্ধ থাকবে নড়াইলের লোহাগড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ শাখার চার কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় সকালে এ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ব্যাংকের ব্যবস্থাপক মো. আবুল কাসেম জানান, ব্যাংকের কয়েকজন কর্মীর করোনা উপসর্গ দেখা দিলে ৩০ জন কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল মঙ্গলবার সকালে ১৯ জনের ফলাফল পাওয়া গেছে। এতে চারজন কর্মকর্তা ‘পজিটিভ’ হন। বিষয়টি প্রশাসনকে জানানো হলে ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, আজ বুধবার থেকে রোববার পর্যন্ত পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাকি ১১ জনের নমুনার পরীক্ষার ফলাফল আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন