বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দুই হাজার ১৪৯ জন সহযোগী অধ্যাপককে চতুর্থ গ্রেডের টাইম স্কেল দেওয়া হয়েছে। তাঁরা পঞ্চম গ্রেডে চাকরির আট বছর পূর্ণ করায় টাইম স্কেল প্রদান করা হলো।
গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। গত ১৩ জানুয়ারি বিভাগীয় পদোন্নতি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া গতকাল মঙ্গলবার শিক্ষা ক্যাডারের ৬৪৩ জন অধ্যাপকের ভূতাপেক্ষভাবে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে এবং ২১ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মন্তব্য করুন