শিশু হত্যার দায়ে সৎমায়ের যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু হত্যার দায়ে সৎমা রিনা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। পরে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের ১৮ আগস্ট নগরের কোতোয়ালি থানার বাটালি মসজিদ কলোনি এলাকায় ছয় বছরের শিশু ফাতেমা আক্তারকে গলা টিপে হত্যা করেন তার সৎমা রিনা আক্তার। এ ঘটনায় ফাতেমার মা রিমা আক্তার থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল রায় দেন। তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।