‘শেখ রাসেল স্বর্ণপদক’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল স্বর্ণপদক’ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করে এ পদক বিতরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় অন্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্পকলা-সাহিত্য-সংস্কৃতি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু—এই পাঁচ ক্যাটাগরিতে ‘শেখ রাসেল স্বর্ণপদক’ বিতরণ করা হয়। প্রতিটি এক ভরি করে ১০টি স্বর্ণপদকের পাশাপাশি ১০টি ল্যাপটপ ও সনদ দেওয়া হয়।
এ ছাড়া শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ১০টি ল্যাপটপ এবং লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের (এলইডিপি) আওতায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারীদের হাতে চার হাজার ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে সারা দেশে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে সংযুক্ত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম প্রান্তে রোলার স্কেটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
আজকের অনুষ্ঠানে ‘শেখ রাসেল শৈশবে ঝরে যাওয়া ফুল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ প্রকাশিত ‘শেখ রাসেল দৃপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক বইয়ের মোড়কও উন্মোচন করেন।
এর আগে আজ সকালে ‘শেখ রাসেল দিবস-২০২১’ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
এদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। তথ্যপ্রযুক্তি বিভাগ আজ বেলা তিনটায় ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করবে এবং সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কনসার্ট ফর পিস অ্যান্ড জাস্টিস’ শীর্ষক এক কনসার্টের আয়োজন করা হবে।
এ ছাড়া আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
শিশু শেখ রাসেলের জীবন সম্পর্কে শিশু-কিশোরদের জানাতে সরকারের পক্ষ থেকে তাঁর জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো পালিত ‘শেখ রাসেল দিবস ২০২১’–এর প্রতিপাদ্য করা হয়েছে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’।