default-image

চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়াল বৈঠক করবেন। আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের ভালো বন্ধু। আলোচনা করার মতো অনেক বিষয়ই আমাদের রয়েছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের ভার্চ্যুয়াল বৈঠকে দুই দেশের মধ্য কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও ইঙ্গিত দিয়েছেন। তবে এ নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি জানান, মঙ্গলবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক করবেন। তবে ওই বৈঠকে কোনো চুক্তি সই হবে না।

মন্তব্য পড়ুন 0