শোক

লতিফা আকন্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক লতিফা আকন্দ (৮৯) গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। লতিফা আকন্দ উইমেন অ্যান্ড উইমেন, উষা, নারী মৈত্রী, নিজেরা করি, ডেমোক্রেসি ওয়াচসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।