শোভাযাত্রা

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহে শহরে গতকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। গতকাল সকালে শহরের টাউন হল মাঠে শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার জি এম সালেহ উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো. ওয়ালিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) গিয়ে শেষ হয়।