কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ অভূতপূর্ব উন্নতি করেছে। দারিদ্র্য দূর হয়েছে, শিক্ষার সুযোগ বেড়েছে, স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি ঘটেছে। দেশের ভেতরে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে। আর প্রবৃদ্ধির প্রতিটি ধাপে কানাডা বাংলাদেশের সঙ্গে ছিল।


ট্রুডো বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব কিংবা শান্তি রক্ষা—সব ক্ষেত্রে একসঙ্গে আজ ও আগামী দিনগুলোতে কাজ করবে দুই দেশ। এর মধ্য দিয়ে ভবিষ্যতের নাগরিকদের জন্য টেকসই ও সুন্দর বিশ্ব তৈরিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি উঠে আসে তাঁর কথায়।


ঢাকায় জাতীয় প্যারেড স্কয়ারের এ অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগা। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ অনুষ্ঠানে সরাসরি যোগ দেন।