রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে আজ শনিবার বিকেলে জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলার আমির মো. ফজলুল করিম, নারায়ণগঞ্জ জেলার আমির মো. মমিনুল হক, মুন্সিগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি জেনারেল মো. আবদুল মালেক, গোলাম মোস্তফা ও মো. আবদুল কুদ্দুস।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, শ্যামপুর থানা এলাকায় গোপন বৈঠক চলাকালে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি।
বিজ্ঞাপন
মন্তব্য করুন