শ্রমিকের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ কর্মশালা
বান্দরবানে কোভিড পরিস্থিতিতে নির্মাণশ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বান্দরবান সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিদর্শন বাংলোতে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
কর্মশালায় জেরেমি ব্রুয়ার বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীর পাশাপাশি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বন্ধুত্বের ও ৫০ বছর পূর্ণ হয়েছে। এই বন্ধুত্বকে অটুট রাখতে উভয় দেশের সরকারই পারস্পরিক আস্থার মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের অস্ট্রেলিয়ান অ্যালামনাই অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে বাংলাদেশে প্রশংসনীয় কাজ করছেন।
কর্মশালাটিতে প্রশিক্ষণ দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসফিয়া সুলতানা। তিনি এ কর্মশালায় ‘নির্মাণস্থলে কর্মক্ষেত্রের ঝুঁকি কমানোর জন্য ডিজিটাল সহায়তা’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক বিভাগের সব স্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন প্রশিক্ষণার্থী। কর্মশালায় কোভিড পরিস্থিতির কারণে কর্মক্ষেত্রে যেসব নতুন পরিবর্তন এসেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়াও মহামারির কারণে কর্মক্ষেত্রে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়।