সন্ত্রাস দমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে

সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ ও ভারত হাতে হাত মিলিয়ে কাজ করবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে এ কথা বলেন।
শাহরিয়ার আলম গতকাল সন্ধ্যায় সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভূত প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সব ক্ষেত্রে শেখ হাসিনার সরকারকে ভারত সমর্থন করবে।
বৈঠকের পর শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, সুষমা তাঁকে বলেছেন, সন্ত্রাস দমনে শেখ হাসিনা যে ভূমিকা নিয়েছেন, তা অতুলনীয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাঁকে এ কথাও বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে ভারতবাসীর আগ্রহ অনেক। সে কারণেই তাঁর অসমাপ্ত আত্মজীবনী ভারত সরকার হিন্দিতে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে।
রাজস্থানের জয়পুরে সন্ত্রাস দমন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শাহরিয়ার আলম ভারতে আসেন। গতকাল জয়পুর থেকে ফিরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। দুজনেই একমত, সন্ত্রাস যেভাবে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে, তাতে কারও একার পক্ষে এর মোকাবিলা করা সম্ভব নয়। দুজনেই স্বীকার করেন, সন্ত্রাসের চরিত্রেরও বদল ঘটছে। পারস্পরিক তথ্য বিনিময়, সীমান্ত ব্যবস্থাপনা ও সহযোগিতার মাধ্যমেই এই বিপদের মোকাবিলা করা দরকার।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের একটা কাঁটা হলো ভিসা সমস্যা। এ বিষয়টি গতকালের বৈঠকেও উঠে আসে। এ প্রসঙ্গে শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, সুষমা স্বরাজ তাঁকে বলেছেন, বাংলাদেশের মানুষের এই অভিযোগ-অনুযোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কে ভিসা কোনো অন্তরায় হয়ে উঠবে না। এটা তিনি নিশ্চিত করতে চান।
এই আলোচনায় দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলো রূপায়ণের বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে যে যে বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে, প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে বলে দুজন স্বীকার করেছেন। শাহরিয়ার আলম বলেন, পানিবণ্টনের বিষয়টির নিষ্পত্তিতে বেশি দেরি হবে না বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন।
শাহরিয়ার আলম বলেন, ভুটান ও নেপালে যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কথা চলছে, ভারত তাতে সব রকম সাহায্য করবে। বিদ্যুৎ প্রকল্পের যৌথ মালিকানার বিষয়ে ভারত একমত। তিনি বলেন, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্র থেকে আরও বিদ্যুৎ পাওয়ার বিষয়টিও আগামী দিনে নিশ্চিত হবে।