সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁ নওজোয়ান মাঠে গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী সাংসদ মির্জা আজম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ফজলে রাব্বী, সহসভাপতি এ কিউ এম ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাংসদ আবদুল মালেক, সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি