default-image

সশস্ত্র বাহিনী ও তাঁদের পরিবারের সদস্য মিলে ৪ হাজার ২৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ২০ জুন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক সপ্তাহে ৭১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৮ জন।

এর আগে ১০ জুন পর্যন্ত মারা যান ১৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ছিলেন দুজন আর বেসামরিক সদস্য একজন। এই সেনাসদস্যরা আগে থেকেই অনিরাময়যোগ্য অসুখে ভুগছিলেন বলে জানা গেছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই আক্রান্ত সদস্যদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর প্রাধিকৃত সদস্য ও তাঁদের পরিবারের করোনাভাইরাসের পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) ৩টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থিত সিএমএইচে ১৩টি আরটিপিসিআর মেশিন রয়েছে। এ ছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ মাস্ক, পিপিই, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জাম মজুত রয়েছে। একই সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন