default-image

বিশিষ্ট সাংবাদিক এনামুল হক (৭২) আর নেই। বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এনামুল হক স্ত্রী, এক ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এনামুল হকের স্বজনেরা জানিয়েছেন, দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

এনামুল হক দীর্ঘদিন দৈনিক বাংলায় কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন