সাংবাদিক কামরুন্নাহার ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের নিন্দা

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক  কামরুন্নাহার শোভা ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। আজ শনিবার এক বিবৃতিতে বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।

বিবৃতিতে সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, হয়রানি বন্ধ, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং দোষীদের শাস্তি দাবি করা হয়েছে। কামরুন্নাহার বিএইচআরএফের সদস্য।

বিবৃতিতে বলা হয়, কামরুন্নাহার শোভার ৮০ বছর বয়সী বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক কফিল উদ্দিন আহমেদ ও তাঁর চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে মুরগির খামারের ১২টি টিন এবং ২০০ মুরগি লুট, ২৫ থেকে ৩০টি গাছ কেটে নেওয়াসহ ভাঙচুর, হামলা, চাঁদাবাজিসহ ১০টি ধারায় মামলায় গতকাল শুক্রবার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কামরুন্নাহার ও তাঁর মাসহ তাঁর পরিবারের আরও নয় সদস্যকে এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তাঁরা সবাই এখন গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে আছেন।