সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা

সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সোমবার সকালে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ঢাকা, ১৫ জুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সোমবার সকালে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বনানী এলাকায় কর্মরত যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি ও বিহঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।

১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ লিটার তেল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই সমিতি দুটি এলাকার দরিদ্র ও অধিকারবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায়, যুগান্তর সমিতির সভাপতি সেতারা বেগম ও বিহঙ্গ সমিতির সভাপতি আয়েশা বেগম এবং প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারী। বিজ্ঞপ্তি।