সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান পররাষ্ট্রসচিবের
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সফররত সার্ক মহাসচিব এসালা ভিরাকুনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারি মোকাবিলার মতো কঠিন সময়ে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় ও আলোচনার মাধ্যমে সার্ককে গতিশীল করতে সার্ক মহাসচিবের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রসচিব।
সৌজন্য সাক্ষাতে সার্কের মহাসচিব আট দেশের সহযোগিতা সংস্থার চলমান পরিস্থিতির পাশাপাশি যে চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রসচিবের কাছে তুলে ধরেন। তিনি সার্কের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের ক্ষেত্রে অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
মাসুদ বিন মোমেন এ সময় সার্কের বর্তমান সমস্যাগুলোর সম্ভাব্য সমাধানের জন্য নতুন পদক্ষেপ খুঁজে বের করার পরামর্শ দেন। সার্কের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে সংস্থার টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়ে মহাসচিবকে আশ্বস্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।