সিইসিসহ সাতজনকে বিবাদী করে মামলা
নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে অনিয়মের অভিযোগে পুনরায় ভোট গণনা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদসহ সাতজনকে বিবাদী করে মামলা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী ট্রাইব্যুনাল ও নরসিংদীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন ওই ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী মো. ওবায়দুর রহমান।