সিপিইউ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার ল্যাব থেকে চুরি যাওয়া দুটি সিপিইউ গত সোমবার তাজপুর গ্রামের হারুনুর রশীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই দিনই হারুনুর রশীদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠিয়েছে। উদ্ধার করা সিপিইউগুলো কলেজের অধ্যক্ষকে দেওয়া হয়েছে।