default-image

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে তিনি কিছুদিন আগে প্রথমে বারডেম হাসপাতালে এবং পরে বিএসএমএমইউ-এ ভর্তি হন।

সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফি প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, মোর্শেদ আলীর মরদেহ আজ বেলা ১১টার দিকে পল্টনে সিপিবির কার্যালয়ে আনা হবে। এরপর নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দলীয় কার্যালয় ও শহীদ মিনারে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর মরদেহ শেওড়াপাড়ার বাসভবনে নেওয়া হবে।

বিজ্ঞাপন

মোর্শেদ আলীর জন্ম পাবনা জেলায়।

এই প্রবীণ নেতা সর্বশেষ সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন