default-image

পদ্মা অয়েল কোম্পানির অবসরপ্রাপ্ত রেসিডেন্ট ম্যানেজার সিরাজুল ইসলামের দাফন গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

সিরাজুল ইসলাম গত ২৬ মার্চ পাকিস্তানের লাহোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

গতকাল ভোরে সিরাজুল ইসলামের মরদেহ ঢাকায় আনা হয়। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সেলিমা ইসলাম, দুই কন্যা রুমানা ইসলাম ও ওয়াজিদা ইসলাম। এরপর তাঁর মরদেহ পৈতৃক বাসভবন বাড়ি নম্বর: ৪/১ (বি), ব্লক ই, ব্রুকসডেইল, লালমাটিয়া, ঢাকা–১২০৭ ঠিকানায় কয়েক ঘণ্টার জন্য রাখা হয়। পরে ব্লক ই, লালমাটিয়া বিবি মসজিদে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিরাজুল ইসলামের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

সিরাজুল ইসলাম দীর্ঘদিন পদ্মা অয়েল কোম্পানিতে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি পদ্মা অয়েল কোম্পানির রেসিডেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইবোন, নাতি–নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন