সিলেটে আজ
টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি), সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব ট্রফিক্যাল মেডিসিন (বিএএটিএম): বিষক্রিয়া ও সংক্রামক ব্যাধির ওপর দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়, নগরের দরগাগেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে।
সিলেট জেলা জাসদ: জরুরি সভা, বিকেল চারটায়, দরগাগেট এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিলেট জেলা শাখা: কার্যনির্বাহী কমিটির সভা, বিকেল চারটায়, নগরের বন্দরবাজার এলাকায় সংগঠনের কার্যালয়ে।
সাহেববাজার আলাইবহর মন্দির: শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর ১০০তম আবির্ভাব উৎসবের উদ্বোধন, বিকেল চারটায়, সাহেববাজার এলাকায়।