স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্যার কারণে বিদ্যুৎহীন বিশ্বনাথ উপজেলা। বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ব্যক্তিগত জেনারেটর ব্যবহার করা হচ্ছে। রোববার রাতে রাজধানী রেস্তোরাঁয় জেনারেটর দিয়ে বিদ্যুৎসরবরাহ করা হচ্ছিল। এ সময় জেনারেটরের একটি তার পানিতে পরে গেলে পানির সঙ্গে বিদ্যুতায়িত হয় সাব্বির আহমদ। এতে অচেতন হয়ে যায় সে। এ সময় রেস্তোরাঁর অন্য কর্মীরা এবং স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে রাত সাড়ে নয়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, জেনারেটরের বিদ্যুতের তার পানিতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির আহমদের মৃত্যু হয়।