সিলেটে সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ
সিলেটে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে কোরবানির বর্জ্য অপসারণ। ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গতকাল সোমবার বিকেলের মধ্যেই বর্জ্য অপসারণের কাজ শেষ হয়।
সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা মো. হানিফুর রহমান জানান, গতকাল ঈদের দিন দুপুর ১২ টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে সিটি করপোরেশনের এক হাজার ২০০ কর্মী কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামে। তিনি জানান, টার্গেট ছিল ২৪ ঘণ্টা। তার আগেই পুরো নগরের বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
হানিফুর রহমান আরও বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও বর্জ্য পরিবহনের যানবাহন নগরে টহল দিচ্ছে।এখন নগরের কোনো জায়গায় আবর্জনা দেখলে সঙ্গে সঙ্গে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কোরবানির বর্জ্য অপসারণে করপোরেশনের নিয়মিত ৫৫০ জন পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে আরও ৬৫০ জন কর্মী কোরবানির বর্জ্য অপসারণে কাজে নামে। বর্জ্য অপসারণে ৫০টি ট্রাক এবং পানিবাহী ১০টি যান ব্যবহৃত হয়।