সিসিটির অপারেটর নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার সুপারিশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) দীর্ঘ মেয়াদে অপারেটর নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে দরপত্র প্রকাশের আগে যোগ্যতা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির কাজও দ্রুত করার সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নুরুল ইসলাম, এম আবদুল লতিফ, মমতাজ বেগম প্রমুখ অংশ নেন।
বৈঠক সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর-সম্পর্কিত বিভিন্ন সময়ে সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক নেওয়া সুপারিশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে এ-সংক্রান্ত আইনের কিছু সংশোধনী প্রয়োজন বলে বৈঠকে অভিমত প্রকাশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সিসিটিতে পরবর্তী দীর্ঘ মেয়াদে টার্মিনাল অপারেটর নিয়োগ, দরপত্রের আগে টার্মিনাল অপারেটর ও বার্থ অপারেটরের কার্যপরিধি ও যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারির সুপারিশ করা হয়। এ-সংক্রান্ত টেন্ডার ডকুমেন্ট প্রস্তুতকরণের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।