সীতাকুণ্ডে বিস্ফোরণে প্রাণহানিতে শোক জানিয়ে প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে নিজের অনুভূতি ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তাঁর সদিচ্ছা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

এ ছাড়া চিঠির শেষে নরেন্দ্র মোদি আবারও তাঁর সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন তিনি।