সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মারা যাওয়া হজযাত্রীর নাম নুরুল আমিন। তাঁর বয়স ৬৪ বছর। বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। তাঁর পাসপোর্ট নম্বর ‘EF 0758006’। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
নুরুল আমিন ১৬ জুন সৌদি আরবে মারা যান। তাঁর মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে দুজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করলেন।
১১ জুন সৌদি আরবে মৃত্যুবরণ করেন মো. জাহাঙ্গীর কবির নামের বাংলাদেশি হজযাত্রী। তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।
৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।
বাংলাদেশে থেকে এবার ১২৮টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি ও ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে সৌদি আরব যাবে।