স্বাস্থ্যের মাত্র ০.৫% ব্যয় মানসিক খাতে
দেশের প্রাপ্তবয়স্কদের ১৯ শতাংশ ও অপ্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসায় স্বাস্থ্য ব্যয়ের মাত্র দশমিক ৫ শতাংশ অর্থ খরচ করা হয়।
আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ উদ্যোগ’ শীর্ষক কর্মসূচির অবহিতকরণ সভায় এ তথ্য দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি যৌথভাবে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বলা হয়, বিপুলসংখ্যক মানুষ মানসিক রোগে আক্রান্ত হলেও খুব কম মানুষ চিকিৎসা নেয়। সর্বশেষ জরিপ বলছে, মানসিক রোগে আক্রান্ত ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি কোনো চিকিৎসা নেয় না। অন্যদিকে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে চিকিৎসা না নেওয়ার হার ৯৪ শতাংশ।
এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসা না নেওয়ার প্রধান কারণ দুটি। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে মানুষের সচেতনতার ঘাটতি আছে। লোকলজ্জার ভয়ে অনেকে সমস্যা থাকলেও নিজে বা নিকটজনকে চিকিৎসকের কাছে নিতে চান না। অন্যদিকে দেশের মানসিক স্বাস্থ্যের জন্য জনবলের ঘাটতি আছে, প্রতিষ্ঠানের সংখ্যাও কম। দেশে সাইকিয়াট্রিস্ট আছেন ৩০০ জন, সাইকোলজিস্ট আছেন ৫৬৫ জন এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষিত নার্স আছেন ৭০০ জন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভাগীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যের বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা করা হচ্ছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং রানা বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার দরকার।