স্মরণসভা

সিলেট সরকারি তিব্বিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হাকিম বশিরুল হক চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. মহিবুর রহমান খানের সভাপতিত্বে ও সার্জারি বিভাগের প্রভাষক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় কলেজের প্রভাষক হাকিম এস এম লুৎফুর রহমান, জাকি ইব্রাহিম, জালাল উদ্দিন, ইউনানি মেডিসিনের প্রভাষক মো. শামীম আহমদ, আবদুর রাজ্জাক, ইউসুফ হোসেন, শারমিন সুলতানা, মেহেরুন নাহার ও জুবায়দা পারভিন বক্তব্য দেন। আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি তিব্বিয়া মেডিকেল কলেজ নগরের চালিবন্দর এলাকায় ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।