হংকংয়ে জাতীয় শোক দিবসের সভা
বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার ১৫ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হংকং আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুজ্জোহা আর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মওলা মাসুদ প্রমুখ।