হংকংয়ে জাতীয় শোক দিবসের সভা

বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার ১৫ আগস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হংকং আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক সামসুজ্জোহা আর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মওলা মাসুদ প্রমুখ।