হবিগঞ্জে কোটি টাকার কষ্টি পাথরসহ আটক ১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা–বাগান এলাকা থেকে আজ শুক্রবার সকালে কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটক হওয়া মহানন্দ মৃধা দেওন্দি চা–বাগান এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি দল আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার দেওন্দি চা–বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় চা–বাগানের কারখানার সামনে থেকে এক কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ মহানন্দ মৃধাকে আটক করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া কষ্টি পাথরটি প্রায় কোটি টাকা মূল্যের। পাচারকারী পাথরটি অন্যত্র পাচারের সময় তাঁকে আটক করা হয়। এ বিষয়ে চুনারুঘাট থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান নাহিদ হাসান।