দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামী সোমবার ডাকা সারা দেশে আধা বেলা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
আজ শুক্রবার সন্ধ্যায় জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। জনগণকে নিজেদের বাঁচার প্রয়োজনেই হরতাল পালন করতে হবে বলে সভার প্রস্তাবে বলা হয়।
হরতালের প্রচার মিছিল ও গণসংযোগে দেশের বিভিন্ন স্থানে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়। সভায় বলা হয়, সরকার ও সরকারি দলের সব উসকানি ও হামলা মোকাবিলা করেই দেশবাসী স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে এই হরতাল সফল করবে।
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।