হাইকোর্টের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে বুধবার থেকে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে আগামী বুধবার থেকে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে শর্তসাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ জারির পর ওই সিদ্ধান্ত এল।
রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।